নিভু নিভু প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে থাকা নদীগুলোকে নিয়ে উদ্বেগ

নিভু নিভু প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে থাকা নদীগুলোকে নিয়ে উদ্বেগ

আমাদের জনজীবনে নৌপথ’ এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার তালতলীতে নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 

রোববার(২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায়।  উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তেতুল বাড়িয়া গ্রামের পায়রা (বুড়িশ্বর) নদীর তীরে নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাপার আমতলী তালতলী (সমন্বয়ক)

আরিফুর রহমান। পরিবেশ কর্মী নজরুল ইসলাম খান লিটু, নোঙরের সদস্য হাইরাজ মাঝি, স্থানীয় ইউপি সদস্য মো.নান্টু চৌকিদার , সাবেক ইউপি সদস্য আলম হাওলাদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম  প্রমুখ। 

 

এ সময় বক্তারা বলেন, নদী মানেই সভ্যতা, নদী মানেই সংযোগ। নদীই এদেশের সংস্কৃতি বিনির্মাণ করেছে, জনপদ তৈরি করেছে ও খাদ্য যুগিয়েছে। নদীর সাথে এদেশের মানুষের সম্পর্ক অতি নিবির। কিন্তু এ নদীগুলোই হারিয়ে যেতে বসেছে। আর আমাদের এ নিভু নিভু প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে থাকা নদীগুলোকে নিয়ে আমাদের উদ্বেগ। তবে নদী রক্ষার তৎপরতা সারা পৃথিবী জুড়েই দৃশ্যমান। 

 

আমাদের নদীগুলো সুস্থ নেই। দিনের পর দিন নদীগুলো চরম সংকটজনক অবস্থায় পতিত হচ্ছে। তালতলী সহ জেলায় যে কয়টি নদী টিকে আছে সেগুলোর উপর চলছে ক্রমাগত অত্যাচার। একদিকে নদী দখল,নদীর বুক থেকে অনিয়ন্ত্রিত ভাবে বালু -মাটি উত্তোলন অন্যদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নিক্ষেপের মাধ্যমে দূষিত করা হচ্ছে নদীকে।

 

পায়রা নদী থেকে যথেচ্ছা ভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক আকৃতি হারাচ্ছে। কয়েকবছর আগে নদীর গতিপথ পরিবর্তন হয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত প্রায় বিলীনের পথে।  হারিয়ে গেছে জয়ালভাঙ্গা তেতুলবাড়ি এলাকার হাট বাজারের যায়গা । এটি মোটেও স্বাভাবিক ঘটনার নয়!

 

আমরা সচেতনতার চেষ্টা করছি। নদ-নদী পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ ভূমিকা পালন না করলে এ এলাকার পরিবেশ- প্রতিবেশ যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে তা আরো নষ্ট হওয়া যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।